ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পর্যটক নিয়ে বরিশালে ভারতীয় প্রমোদতরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
পর্যটক নিয়ে বরিশালে ভারতীয় প্রমোদতরী

বরিশাল: পর্যটক নিয়ে দুই দিনের সফরে বরিশাল এসেছে ভারতের একটি প্রমোদতরী।

বুধবার (১ নভেম্বর) দুপুরে বরিশাল নৌ-বন্দর সংলগ্ন স্টিমার ঘাটে নোঙর করে আরভি কিন্দাত প্যানডো নামে প্রমোদতরী।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. সেলিম বাংলানিউজকে জানান, ভারতীয় প্রমোদতরী আরভি কিন্দাত প্যানডো বুধবার দুপুর ১টায় বরিশাল স্টিমার ঘাটে নোঙর করে। এতে অস্ট্রেলিয়ার ১২ জন, আমেরিকার চারজন, যুক্তরাজ্যের আটজন, কানাডার চারজন, সুইজারল্যান্ডের দুজন ও আয়ারল্যান্ডের একজন পর্যটক রয়েছে। এছাড়াও ভারতের ২১ জন ক্রু রয়েছে।

তিনি জানান, পর্যটকরা বিকেলে বরিশাল নগরের অক্সফোর্ড মিশন গির্জা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা সন্ধ্যায় প্রমোদতরীতে ফিরে আসেন। বৃহস্পতিবার সকালে পিরোজপুরের স্বরূপকাঠিতে ভাসমান বাজার ও পেয়ারাবাগান পরিদর্শন করে ফিরে দুপুর ১২টার দিকে বরিশাল স্টিমার ঘাট ত্যাগ করবেন। তাদের পরবর্তী গন্তব্য চাঁদপুর।

নগরীর অক্সফোর্ড মিশন গির্জার ফাদার জন এসপিডি জানান, বিভিন্ন দেশের খ্রিস্টান সম্প্রদায়ের ৩১ জন পর্যটক এসেছিলেন। এরা সবাই বয়স্ক। অবসর সময় কাটাতে তারা দেশ-বিদেশ ঘুরে বেড়ান। তারা চার্চ পরিদর্শন করে অনেক খুশি হয়েছেন।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, ন‌ভেম্বর ০২, ২০২৩
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।