ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে পৌর বিএনপির সম্পাদকসহ ৬৫ নেতাকর্মীর নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
ভৈরবে পৌর বিএনপির সম্পাদকসহ ৬৫ নেতাকর্মীর নামে মামলা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনায় পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ ৬৫ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) দিনগত রাতে ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল আলম বাদী হয়ে বিস্ফোরক আইনে ভৈরব থানায় মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন-ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা ছাত্রদল সভাপতি রেজুয়ান উল্লাহ, উপজেলার লক্ষ্মীপুর এলাকার মৃত ইবু মিয়ার ছেলে হানিফ মিয়া (৪৮), কমলপুর আমলা পাড় এলাকার মিল্লাত মিয়ার ছেলে মুকিত ওরফে আব্দুল্লাহ (২৮), সোলাইমানপুর এলাকার শামু মিয়ার ছেলে মো. মিরাজ মিয়া (৪৭), ছাগাইয়া মোল্লাবাড়ীর আব্দুল হেকিম মিয়ার ছেলে মতিউর রহমান (৪৮), জগন্নাথপুর এলাকার মৃত তাহেজ উদ্দিন তাক্কা মিয়ার ছেলে ফারুক মিয়া, একই এলাকার শামসু মিয়ার ছেলে সুমন (২৮), জগন্নাথপুর উত্তর পাড়া এলাকার মৃত বরজু রহমানের ছেলে ওবায়দুর রহমান লাদেন ইরফে পাপ্পু (৪০), পলতাকান্দা এলাকার মজিবুর রহমানের ছেলে হিসাম রহমান (৩২), উত্তর পাড়া এলাকার মৃত আলতু মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৫৫), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মাইজচর গ্রামের মো. আলাউদ্দিন মিয়ার ছেলে মো. বশির আহম্মেদ (৩৫), একই উপজেলার খালেকের বান্ডা গ্রামের নাহফুজ আলীর ছেলে আবুল হাশেম (৪২), তেগরিয়া গ্রামের মৃত অহিদুল ইসলামের ছেলে মো. সুমন মিয়া (৩৭), চন্দ্র গ্রামের অতুল মিয়ার ছেলে মো. রুবেল মিয়া, খোলাহাটি গ্রামের মো. আলম মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (৪০), পাথালিয়া কান্দি গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. শাহিন মিয়া (৩০), উসমানপুর গ্রামের মোখলেছুর রহমান ভূঁইয়ার ছেলে মো. ফয়েজ আহম্মেদ মিঠু (৩৬), কটিয়াদী উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে মো. জহিরুল ইসলাম (২৯), কুলিয়ারচর উত্তর নন্দরামপুর গ্রামের মৃত দারোগালী মিয়ার ছেলে মো. মোবারক হোসেন (৪০), কুনাপাড়া গ্রামের আ. হাই মিয়ার ছেলে মো. সেলিম হোসেন (৫৫), ইটনা উপজেলার কৃষ্টপুর গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে নূরুল ইসলাম অপু (৪০), কিশোরগঞ্জ সদর উপজেলার নগুয়া এলাকার আব্দুল মালেকের ছেলে শফিকুল ইসলাম সুমন (৪১), সুনামগঞ্জ জেলার সেগুহাটি গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মো. রাজিব মিয়া (২৮) ও অজ্ঞাত ৫০-৬৫ জন।  

জানা গেছে, গত ২৮ অক্টোবর রাতে ভৈরব উপজেলার ঘোড়াকান্দা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় পলাশ মোড় থেকে রাতেই ১৪ জনকে আটক করে পুলিশ। পরে আটক ১৪ জনসহ ৬৫ বিএনপির নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযান চালিয়ে ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার হওয়া ২৪ আসামিকে কিশোরগঞ্জ আদালতে পাঠায় পুলিশ।  

এ প্রসঙ্গে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বাংলানিউজকে জানান, গ্রেপ্তার হওয়া ২৪ আসামিকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশ তৎপর আছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।