ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাঙামাটিতে প্রতিবাদ সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাঙামাটিতে প্রতিবাদ সভা

রাঙামাটি: ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাঙামাটিতে প্রতিবাদ সভা করেছে স্থানীয় সংবাদকর্মীরা।  

সোমবার (৩০ অক্টোবর) সকালে রাঙামাটি প্রেসক্লাবের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি সমাজের অসঙ্গতির চিত্র তুলে ধরে। গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপি-জামায়াতের নৈরাজ্যের খবর প্রকাশ করার সময় তারা সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেন এবং হামলা চালায়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা।

এসময় আরও বক্তব্য দেন- রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম মকসুদ আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সচেতন মহলের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।