ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নরসিংদীর পাইকারি কাপড়ের বাজারে আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
নরসিংদীর পাইকারি কাপড়ের বাজারে আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট 

নরসিংদী: নরসিংদী সদর উপজেলায় দেশের অন্যতম বড় পাইকারি কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাটের একটি অংশে আগুন লেগেছে।

রোববার (২৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১১টার দিকে শেখেরচর-বাবুরহাটের উত্তর পাশে খালপাড় মেইন গলির দোকানগুলোতে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।  

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত।  

তিনি বলেন, এখনো পর্যন্ত সাত থেকে আটটি দোকান পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।  

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।