ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আমিনবাজারে তল্লাশিতে ৩০ জনকে গ্রেপ্তার দেখাল পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
আমিনবাজারে তল্লাশিতে ৩০ জনকে গ্রেপ্তার দেখাল পুলিশ

সাভার (ঢাকা): ২৮ অক্টোবর সমাবেশ-মহাসমাবেশ ঘিরে রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারে বসানো চেকপোস্টে তল্লাশিতে আটকদের মধ্যে মোট ৩০ জনকে পুরোনো একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।  

রোববার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা।

শনিবার আমিনবাজার চেকপোস্ট থেকে সন্দেহভাজন অর্ধশতাধিককে আটক করে পাশের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালে রাখা হয়। পরে দুটি প্রিজন ভ্যানে করে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।  

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, আমিনবাজার চেকপোস্ট থেকে আটকদের মধ্যে ৩০ জনকে একটি পুরোনো নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে পাঠানো হয়। বিজ্ঞ আদালত সবাইকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আমিনবাজার থেকে ঠিক কত জনকে আটক করা হয়েছিল, এ প্রশ্নের উত্তর দেননি তিনি।  

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০২৩ 
এসএফ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।