ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

খুলনা: ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্য নিয়ে সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনার ও নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর ও জেলা শাখার সহযোগিতায় জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

দিবসটি উপলক্ষে রোববার (২২ অক্টোবর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় অতিথিরা বলেন, দুর্ঘটনারোধে সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে হলে চালক, পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। নিজে সচেতন না হলে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না।

তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনায় দেশে দৈনিক গড়ে ১৩ জন মানুষ মৃত্যুবরণ করে। যা ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নেমে আসবে বলে আশা করা যায়। চালকরা আইন মেনে গাড়ি চালালে সড়কে দুর্ঘটনা কমানো সম্ভব। সড়ক নিরাপদ করতে সরকার ২০১৮ সালে নতুন আইন প্রণয়ন করেছে। এ আইন যথাযথভাবে সবাই মেনে চললে সড়ক দুর্ঘটনা কমে আসবে বলে অতিথিরা মন্তব্য করেন।

এ সময় বক্তারা নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী মরহুমা জাহানারা কাঞ্চনের আত্মার মাগফিরাত কামনা করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা বিআরটিএ’র বিভাগীয় পরিচালক প্রকৌশলী মো. মাসুদ আলম, খুলনা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. ইব্রাহীম খলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এসএম আল-বেরুনী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. সাদিকুল ইসলাম, বিআরটিসি’র ম্যানেজার মো. রাজু মোল্যা, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির, নিরাপদ সড়ক চাই এর মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, জেলা শাখার সহসভাপতি মো. তরিকুল ইসলাম ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন (সোনা) বক্তৃতা করেন।

স্বাগত বক্তৃতা দেন খুলনা বিআরটিএ’র সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ।

অনুষ্ঠানে জানানো হয়, খুলনা বিআরটিএ’র উদ্যোগে অক্টোবর মাসব্যাপী মহানগরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক দুর্ঘটনারোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে।

এর আগে খুলনার শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন নিসচার মহানগর শাখার সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, জেলার সাধারণ সম্পাদক গাজী অহিদুজ্জামান খোকন, মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সোহাগ, জেলার সহ সম্পাদক মো. নাজমুল হক, অর্থ সম্পাদক আসলাম হোসেন, প্রচার সম্পাদক বনানী আফরোজা, মহানগর শাখার মহিলা বিষয়ক সম্পাদক শিরিনা পারভিন, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, শামীম হোসেন, মো. আবু মুছা, বিপ্লবী কাজী খলিল, নাসিফ ইকবাল, গাজী আকতার হোসেন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।