ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মণ্ডপ খালি থাকা অবস্থায় সতর্ক থাকবেন: আইজিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
মণ্ডপ খালি থাকা অবস্থায় সতর্ক থাকবেন: আইজিপি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন

নারায়ণগঞ্জ: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন বলেছেন, যখন মণ্ডপে পূজারিরা থাকে তখন কোনো দুষ্কৃতকারীরা অঘটন ঘটানোর সাহস পায় না। যখন দেখা যায় কেউ থাকে না তখন সম্প্রীতি বিনষ্টের জন্য কিছু চক্রান্তকারী অঘটন ঘটানের চেষ্টা করে।

শনিবার (২১ অক্টোবর) রাতে শহরের আমলাপাড়ায় শারদীয় দুর্গা পূজাকে ঘিরে পূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের পুলিশ আছে, আনসার আছে। আমরা সবাই মিলে দায়িত্ব পালনের চেষ্টা করে থাকি। বিশেষ করে এ সময়টাতে সতর্কতার বিষয়ে আমরা কোনো আপস করবো না। যে সময়ে কোনো দুষ্কৃতকারী পাওয়া যায় তাকে ধরে ফেলবেন। তাৎক্ষণিকভাবে তাকে ধরতে না পারলেও তাকে চিনে রাখবেন যেন পরবর্তীতে ধরতে পারি।

তিনি বলেন, নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নিদর্শন আপনারা স্থাপন করেছেন এ ধারাবাহিকতা এখানে বজায় থাকবে এবং শারদীয় দুর্গা পূজা চলবে এমনটাই আমাদের প্রত্যাশা।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।