ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
দৌলতপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরের পানিতে ডুবে মহাম্মদ আলী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর এলাকার এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আলী ওই এলাকার মন্টু মোল্লার ছেলে।  

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাকিবুল হাসান জানান, আলী নিজ বাড়ির পাশের পুকুরে অসাবধানতা বসত পড়ে ডুবে যায়। পরে পুকুরের ভেসে উঠলে স্থানীয়রা দেখে শিশুটিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলীকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।