ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আইনশৃঙ্খলা বাহিনী আধুনিক করে তুলছি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
আইনশৃঙ্খলা বাহিনী আধুনিক করে তুলছি: স্বরাষ্ট্রমন্ত্রী

নেত্রকোনা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই খেয়াল রাখেন, দেশের শান্তিশৃঙ্খলা যেন অটুট থাকে, এদেশে জঙ্গি-সন্ত্রাসের যেন আর উত্থান না ঘটে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের সব আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলছি।

 

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলার আদর্শনগরে পুলিশ তদন্ত কেন্দ্র ও শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য ও শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, মনগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদ ইকবাল ও মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।