ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিচতলার আগুনে তিনতলায় আটকে পড়েন ৬ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
নিচতলার আগুনে তিনতলায় আটকে পড়েন ৬ জন

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার আতশখানা এলাকায় ডজ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির মেটালাইজিং ভবনে লাগা আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া নারী-শিশুসহ ৬ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভবনটির নিচতলায় লাগা আগুনের ঘটনায় তিনতলায় আটকে গিয়েছিলেন তারা।

জানা গেছে, তিনতলায় আটকে থাকার কিছুক্ষণ পর ভুক্তভোগীরা ভবনের ছাদে চলে গিয়েছিলেন। পরে সেখান থেকে তাদের মই দিয়ে নামানো হয়। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে ডজ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির মেটালাইজিং ভবনে আগুনের ঘটনাটি ঘটে।

ভুক্তভোগীরা হলেন ডজ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি নামে প্লাস্টিক কারখানার স্বত্বাধিকারী জাকির হোসেন (৬৫), তার স্ত্রী তসলিমা হোসেন (৬২), তাদের ছেলে মো. রাফি (৩৯), ছেলের স্ত্রী তাহসিন কারিম আনিকা (৩০), রাফির বড় বোনের মেয়ে জায়না হোসেন আফরিন (১৩) ও তাদের বাসার গৃহকর্মী মাকসুদা বেগম (৬০)।

হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে কথা বলে ভুক্তভোগীরা বলেন, তিনতলা ভবনটি তাদের। নিচতলায় তাদের কারখানা। দুপুরে আগুন লাগার সময় তারা বাসায় ছিলেন। আগুন ছড়াতে শুরু করলে তারা নিজেদের ফ্ল্যাটে আটকা পড়েন। প্রচণ্ড ধোঁয়ায় তাদের শ্বাসকষ্ট হতে শুরু করে। এক পর্যায়ে ছাদে গিয়ে আশ্রয় নেন। তখন প্রতিবেশীরা মই দিয়ে তাদের পাশের ভবনে নামিয়ে নেন। এরপর হাসপাতালে নিয়ে আসা হয় তাদের।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, ভুক্তভোগীদের শরীর দগ্ধ হয়নি। সবাই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। এছাড়া যাবতীয় চিকিৎসা চলছে।

ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।