ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে জামাত-বিএনপির ২২ নেতাকর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
ঠাকুরগাঁওয়ে জামাত-বিএনপির ২২ নেতাকর্মী গ্রেপ্তার

ঠাকুরগাঁও: নাশতার পরিকল্পনা ও পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে ঠাকুরগাঁওয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দীন আহমেদসহ ২২ জন জামাত-বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

এর আগে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, সকালে জেলার সদর উপজেলার কালিতলা এলাকায় অভিযান পরিচালনা করে জামায়াতের ২০ জন ও সেনুয়া এলাকা থেকে  বিএনপির দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের অভিযুক্ত করে এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে ২২ জনকে অভিযুক্ত করে দুইটি পৃথক মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।