ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারত থেকে আসা ২৯৭ মোবাইল ফোন জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
ভারত থেকে আসা ২৯৭ মোবাইল ফোন জব্দ

সিলেট: সিলেট সীমান্তে প্রতিনিয়ত জব্দ করা হচ্ছে মাদকদ্রব্য, ভারতীয় চিনি, গরু-মহিষের চালান। এবার জব্দ করা হলো ২৯৭টি ভারতীয় মোবাইল সেটের চালান।

 

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-তামাবিল সড়কে জাফলং সড়কের কাটাগাং নামক স্থানে একটি প্রাইভেটকার (সিলেট-খ ১১-০২৯৬) তল্লাশি চালিয়ে মোবাইল ফোনের চালানটি জব্দ করা হয়।

সিলেটের জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো. তাজুল ইসলামসহ (পিপিএম) পুলিশের একটি টিম প্রাইভেটকারে তল্লাশি চালান।  

এ সময় চারটি প্যাকেটে মোড়ানো ২৯৭টি ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট জব্দ করা হয়। ইউসুফ আলীকে আটক করা হয়। তিনি গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি এলাকার বাসিন্দা।    

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) অলক কান্তি শর্মা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল সড়কে হাইওয়ে পুলিশের সহযোগিতায় প্রাইভেটকার তল্লাশি করে ভারত থেকে অবৈধ পথে আসা ২৯৭টি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল সেটের মূল্য ৪৫ লাখ টাকা হবে বলে ধারণা ধারণা করা হচ্ছে।  

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এনইউ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।