ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

সরাইলে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
সরাইলে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চুরির অভিযোগে গণপিটুনিতে বজলু মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় সুজন নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (০৪ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বজলু চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামের আলী আফজলের ছেলে। এছাড়া আহত সুজন একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, গতকাল গভীর রাতে লোহপাড়া গ্রামে আলফাজ মিয়ার বাড়িতে চোর সন্দেহে দুইজনকে আটক করা হয়। পরে ওই বাড়ির লোকজন স্থানীয়দের খবর দেন। এরপর চুরির অভিযোগ এনে বজুল ও সুজন নামে দুই যুবককে গণপিটুনি দেন তারা। এ সময় ঘটনাস্থলেই বজলুর মৃত্যু হয়। এছাড়া সুজনকে গুরুতর আহত অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।