ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন ভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
বেগমগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন ভাই নিহত দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে।  

সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের বড় পোল-পৌরণ বিবি সড়কের ঘাটলা হাসান হুজুরের মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

   

নিহতরা হলেন- উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের সর্দার বাড়ির আব্দুল দাইয়ানের ছেলে আরাফাত হোসেন শুভ (২২) ও তার ছোট ভাই মোহাম্মদ হৃদয় (১৮) এবং তাদের জেঠাতো ভাই একই বাড়ির মো. কামাল হোসেনের ছেলে মো. জাহেদ (১৮)।

উপজেলার কাদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) জাকির হোসেন জানায়, বেলা ১১টার দিকে তিন ভাই মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। একপর্যায়ে তিনজন স্থানীয় ঘাটলা আব্দুর রব উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে পৌরণ বিবি বাজারের উদ্দেশে রওনা দেয়। পথে মোটরসাইকেলটি উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা হাসান হুজুরের মাদরাসা সংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। এতে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খালে পড়ে যায়। এতে তিন ভাই গুরুতর আহত হয়। পরে হাসপাতালের নেওয়ার আগেই ঘটনাস্থলে দুই ভাই মারা যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলার চৌমুহনী বাজারের লাইফ কেয়ার হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়।    

বেগমগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থানায় অবহিত করেনি।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।