ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে বীর মুক্তিযোদ্ধা নূরুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
হোসেনপুরে বীর মুক্তিযোদ্ধা নূরুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল হক হাছু মেম্বারের (৮০) মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পূর্ব দ্বীপেশ্বর গ্রামে নামাজে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে, শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের নিজ বাড়িতে শারীরিক অসুস্থতায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

দাফনের সময় সেখানে উপস্থিত ছিলেন- হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মণ্ডল, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটুসহ বীর মুক্তিযোদ্ধারা, রাজনৈতিক দলের নেতারা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণী-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।