ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
কচুয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

চাঁদপুর: চাঁদপুরের কচুয়া-গৌরীপুর সড়কে বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী নিহত ও স্ত্রী গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।  

শুক্রবার (১ সেপ্টেম্বর ) সকালে কচুয়া-গৌরীপুর সড়কের হাটমুড়া কালীমন্দির ব্রিজ সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সেলিম মিয়া কচুয়া উপজেলার রহিমানগর জোরাইস গ্রামের আবদুল লতিফের ছেলে।  

স্থানীয়রা জানান, সুরমা পরিবহনের একটি বাসের সঙ্গে সামনে থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে আরোহী লতিফ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন তার স্ত্রী। আহত ওই নারীকে প্রথমে সাচারের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পরই ঘাতক বাসচালক ও তার সহযোগীরা পালিয়ে গেছেন।  

কচুয়া সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত সুরমা বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।