ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলশিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলশিক্ষার্থী

নাটোর: নাটোরের নলডাঙ্গায় ইউএনও’র হস্তক্ষেপে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলশিক্ষার্থী (১৩) বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে। একই সঙ্গে বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে ওই শিক্ষার্থীর ভগ্নিপতিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতে।

এছাড়া মেয়ের বয়স ১৮ বছরের পূর্ণ না হওয়ার আগে বিয়ে না দেওয়ার জন্য তার মায়ের মুচলেকা নেওয়া হয়।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের ছান্দাবাড়ি গ্রামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হক পুলিশের সহোযোগিতায় অভিযান চালিয়ে এই বাল্যবিয়ে বন্ধ করেন।  

এ সময় উপস্থিতি টের পেয়ে বর ও বরযাত্রী বিয়ের অনুষ্ঠান থেকে পালিয়ে যায়। বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া শিক্ষার্থী স্থানীয় পিপরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হক এই তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মঙ্গলবার রাতে পিপরুল ইউনিয়নের ছান্দাবাড়ি গ্রামের জনৈক রইস উদ্দিন তার অপ্রাপ্তবয়স্ক মেয়েকে পার্শ্ববর্তী সিংড়া উপজেলার এক ছেলের সঙ্গে বিয়ের আয়োজন করেন। সে অনুযায়ী বরযাত্রীসহ বর রাতেই কনের বাড়িতে হাজির হয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করতে যান।  

এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে পুলিশের সহায়তায় ওই বিয়ে বাড়িতে অভিযান চালানো হয়। তবে তাদের উপস্থিতি টের পেয়ে বিয়ের আনুষ্ঠানিকতার শুরুতেই বরসহ বরযাত্রীরা দ্রুত বিয়ে বাড়ি থেকে সটকে পড়েন।

পরে বাল্যবিয়ে বন্ধ করা হয় এবং বিয়ের আয়োজন করার অপরাধে কনের ভগ্নিপতিকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর আওতায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়ের মাকে ১৮ বছর পূর্ণ না হওয়ার পূর্বে মেয়েকে বিবাহ না দেওয়ার জন্য মুচলেকায় আবদ্ধ করা হয়।  

তিনি বলেন, জনস্বার্থে এই কার্যক্রম চলমান থাকবে। কোনোভাবেই বাল্যবিয়ে হতে দেওয়া হবে না।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।