ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে মেসে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
সিলেটে মেসে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ মরদেহ: প্রতীকী ছবি

সিলেট: সিলেটে মেস থেকে শিপুর আহমদ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের আম্বরখানা এলাকার ‘বারি ম্যানশন’ নামক মার্কেটের তৃতীয় তলার ২৩৯ নং কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মৃত শিপু আহমদ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভরারগাঁওয়ের আব্দুল লতিফের ছেলে।

সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ (এসআই) মফিজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ওই মেসে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলানো মরদেহ দেখতে পায়।

প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।