ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘোড়াশালে ২ বেকারিকে লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
ঘোড়াশালে ২ বেকারিকে লাখ টাকা জরিমানা

নরসিংদী: নরসিংদীর পলাশে ভেজালবিরোধী অভিযান চালিয়ে দুই বেকারি ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।  

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।

জানা গেছে, নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি, নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং পণ্যে মোড়ক ব্যবহার না করার দায়ে কুমারটেক এলাকার দেশ ফুড বেকারির মালিক দেলোয়ার হোসেনকে ৭০ হাজার ও উত্তর চারপাড়ার তিতাস বেকারির মালিক হানিফ মিয়াকে ৫০ হাজারসহ মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদীর সহকারী পরিচালক মাহমুদুল রহমান ও পলাশ থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, জনস্বার্থে ও ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।