ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
পঞ্চগড়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড়: পঞ্চগড়ে লেবেল বিহীন সেমাই ব্যবহার করা ও অনুমোদনহীন ফ্লেভার ব্যবহার করার দায়ে কারখানাসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হেলিবোর্ড ও জগদল বাজারে অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।

 

এ সময় অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের পঞ্চগড় কার্যালয়ের পরিচালক পরেশ চন্দ্র বর্মন।  

পরেশ চন্দ্র বর্মন বাংলানিউজকে বলেন, ভোক্তার চাহিদা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় লেবেল বিহীন সেমাই ব্যবহার করায় আল-বাঈক বেকারি অ্যান্ড সুইটসকে ৫ হাজার ও অনুমোদনহীন ফ্লেভার ব্যবহার করায় আল-আমীন বেকারিকে ৪ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।