ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যমুনায় মহালের বাইরে থেকে বালু তোলায়  ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
যমুনায় মহালের বাইরে থেকে বালু তোলায় 
ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা নদীতে ইজারা নেওয়া মহালের বাইরে থেকে বালু তোলায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (১৪ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রকিবুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড দেন।

এর আগে ভাটপিয়ারী এলাকায় অভিযান চালিয়ে মহালের বাইরে থেকে বালু উত্তোলন বন্ধ করেন তিনি।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান জানান, ভাটপিয়ারী এলাকায় ইজারা নেওয়া মহালের বাইরে থেকে বালু তোলা হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে বালু উত্তোলন বন্ধ করে বালু ব্যবসায়ী নজরুল ইসলামকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।