ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে মৃত হরিণ-ফাঁদসহ ১১ শিকারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
সুন্দরবনে মৃত হরিণ-ফাঁদসহ ১১ শিকারি আটক

বাগেরহাট: সুন্দরবন থেকে মৃত হরিণ, ফাঁদ ও ট্রলারসহ ১১ শিকারিকে আটক করেছে বনবিভাগ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) ভোরে সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের  ডিমেরচর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছে থেকে একটি মৃত হরিণ, বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ ও দুইটি ট্রলার জব্দ করেন বনরক্ষীরা। এদিন বিকেলে আটক শিকারিদের শরোণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে।

আটক শিকারিদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটার বিভিন্ন এলাকায়।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা অভিযান  পরিচালনা করে ১১ জন শিকারিকে আটক করা হয়। আটকদের স্বীকারোক্তি অনুযায়ী ডিমের চরের বনে তল্লাশি করে হরিণ শিকারের জন্য পেতে রাখা বিপুল পরিমাণ ফাঁদ ও ফাঁদে আটকে থাকা একটি মৃত চিত্রল হরিণ উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের দুইটি ট্রলার জব্দ করে বনরক্ষীরা।

তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে শুক্রবার (১১ আগস্ট) বাগেরহাট আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।