ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘ট্যারা মোস্ত’ গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘ট্যারা মোস্ত’ গ্রেপ্তার

খুলনা: খুলনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্তকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নগরের লবণচরা এলাকার আবুল হোসেনের ছেলে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক কেএমপির সদর দপ্তরে সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (৮ আগস্ট) দিনগত রাত ১টায় লবণচরা থানা পুলিশের একটি দল বান্দাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ট্যারা মোস্তর নামে বিভিন্ন থানায় আটটি হত্যা, চারটি চাঁদাবাজি, একটি অস্ত্র আইনেসহ ২৬টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।