ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সমবায় অফিসে ল্যাপটপ চুরি, মাস্ক পরা যুবককে খুঁজছে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
সমবায় অফিসে ল্যাপটপ চুরি, মাস্ক পরা যুবককে খুঁজছে পুলিশ

ময়মনসিংহ: অফিস ফাঁকা রেখে কর্মকর্তাদের মধ্যাহ্নভোজের সুযোগে টেবিলে রাখা সরকারি একটি ল্যাপটপ চুরি করে চম্পট দেয় এক যুবক।  

গত ২৫ জুলাই ময়মনসিংহ সমবায় অফিসে এ চুরির ঘটনা ঘটে।

 

এ ঘটনায় বিব্রত অফিস কর্তাদের ভেতরে-বাইরে তোলপাড় সৃষ্টি হয়েছে। কারণ, চুরি হওয়া ল্যাপটপটিতে অফিসের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।   

ঘটনার পর ৫ দিন পেরিয়ে গেলেও এখনবধি চোর শনাক্ত করা যায়নি। কারণ মাস্ক পরে চুরির কাজটি সারেন ওই চোর।  

অফিসের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে চুরি ঘটনাটি রেকর্ড হয়েছে। এতে দেখা যায় মাস্ক পরা এক যুবক অফিসের টেবিলে রাখা ল্যাপটপটি নিয়ে পালিয়ে যাচ্ছেন।  

রোববার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলানিউজকে এসব তথ্য জানান জেলা সমবায় অফিসের উপ-সহকারী নিবন্ধক মোছাম্মৎ আফরোজা খাতুন।

এর আগেও এই অফিসের এক কর্মকর্তার ব্যাগ থেকে পাঁচ হাজার টাকা চুরি হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, চুরির পর ওই দিনই কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন জেলা সমবায় অফিসের পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম।  

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো: কামাল আকন্দ অভিযোগ দায়েরের নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে বলেন, ল্যাপটপ চুরি ঘটনায় সিসি টিভির ফুটেজ পাওয়া গেছে। ইতোমধ্যে ওই ফুটেজটি নিয়ে পুলিশ মাস্ক পরা যুবকটিকে খুঁজছে। আশা করছি খুব দ্রুতই ওই যুবককে গ্রেপ্তার করা হবে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।