ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

আলফাডাঙ্গায় নদীতে ডুবে প্রাণ গেল কলেজছাত্রের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
আলফাডাঙ্গায় নদীতে ডুবে প্রাণ গেল কলেজছাত্রের আকিদুল ইসলাম

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীতে গোসল করতে নেমে ডুবে আকিদুল ইসলাম (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জুলাই) দুপুরের দিকে উপজেলার আনন্দধারা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত আকিদুল একই উপজেলার খোলাবাড়িয়া গ্রামের মো. মিলন মোল্লার একমাত্র ছেলে। তিনি ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে সমাজবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।  

স্থানীয়রা জানান, আনন্দধারা সংলগ্ন মধুমতি নদীতে আকিদুল গোসল করতে নামেন। কিছুক্ষণ পর তার মা সুফিয়া বেগম ছেলেকে নদীর ঘাটে দেখতে না পেয়ে লোকজনকে পানিতে নামিয়ে খোঁজাখুঁজি করান। এ সময় নদী থেকে নিথর অবস্থায় ছেলেকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আকিদুল মৃগী রোগী ছিলেন বলে পরিবারের দাবি।  

আকিদুলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানজিন জাহান।

তিনি বাংলানিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।