ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নিকলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
নিকলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিখিল বর্মন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

বুধবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বর্মন পাড়ায় এ ঘটনা ঘটে।

 

নিহত নিখিল বর্মন ওই গ্রামের মৃত গৌরাঙ্গ বর্মনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৬ জুলাই) বিকেল ৪টার দিকে নিজ বাড়ির পেছনে টেবিল ফ্যান চালিয়ে মাটি তোলার কাজ করছিলেন নিখিল। এসময় হঠাৎ টেবিল ফ্যানটি হঠাৎ বন্ধ হয়ে যায়। ফ্যানটি আবার চালু করার জন্য ধরা মাত্রই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাড়ির লোকজন স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিকলী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহরিয়ার আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।