ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
আদিতমারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে পুকুরের পানিতে ডুবে সৌফিক চন্দ্র নামে দেড় বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সৌফিক ওই গ্রামের নরসুন্দর সুদাংশু বর্মনের ছেলে।  

পলাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলা-উল-ইসলাম ফাতেমী পাভেল জানান, সৌফিক চন্দ্রকে বাড়ির উঠানে খেলতে দিয়ে গৃহস্থালি কাজ করছিলেন তার মা। এ সময় শিশুটি সবার অগোচরে পাশের পুকুরে পড়ে ডুবে যায়। স্থানীয়রা টের পেয়ে সৌফিককে উদ্ধার করে পরিবারকে জানায়। পরে তাৎক্ষণিক শিশুটিকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।