ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় রুশ জাহাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় রুশ জাহাজ

বাগেরহাট: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক হাজার ২৭০ টন মেশিনারিজ পণ্য নিয়ে মোংলা বন্দরে এসেছে রুশ জাহাজ ‘এমভি ইসানিয়া‘।

বুধবার (২৬ জুলাই) বিকেলে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি।

এর আগে গত ২ জুলাই রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এ জাহাজটি।

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্স খুলনার ম্যানেজার (অপারেশন শিপিং) সাধন কুমার চক্রবর্তী জানান, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের এক হাজার ২৭০ টন মেশিনারিজ পণ্য নিয়ে রাশিয়ান জাহাজ এমভি ইসানিয়া মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। বিকেল ৪টা থেকে জাহাজটির পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। পণ্য খালাস শেষে জাহাজটি শুক্রবারের ভেতর মোংলা বন্দর ত্যাগ করবে।

এর আগে গত ১১ জুলাই এমভি মার্গারেট, ২ জুলাই এমভি লিবার্টি হারভেস্ট, ২৯ মে এমভি আনকা স্কাই, ৬ মে এমভি আনকা সান ও ২৫ এপ্রিল এমভি ইয়ামাল অরলান সরাসরি রাশিয়া থেকে রূপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।