ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনা মেডিকেল কলেজ পরিদর্শন করবেন স্বাস্থ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
শেখ হাসিনা মেডিকেল কলেজ পরিদর্শন করবেন স্বাস্থ্যমন্ত্রী ফাইল ছবি

হবিগঞ্জ: শেখ হাসিনা মেডিকেল কলেজ পরিদর্শনসহ নানা কর্মসূচি হাতে নিয়ে হবিগঞ্জ যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।

স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে মতবিনিময়সহ আরও কয়েকটি কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা আছে।

জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয়, স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার (২৮ জুলাই) দুপুরে হবিগঞ্জে পৌঁছবেন। পরে এদিন বিকেলে জেলা স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা করবেন। বাহুবল উপজেলায় অবস্থিত দ্য প্যালেস রিসোর্টে রাত্রিযাপন শেষ শনিবার (২৯ জুলাই) শেখ হাসিনা মেডিকেল কলেজ এবং ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল পরিদর্শনের কথা আছে তার।

এ তথ্য নিশ্চিত করে ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল বাংলানিউজকে বলেন, মন্ত্রী হবিগঞ্জ সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে, স্বাস্থ্যমন্ত্রীর সফর উপলক্ষ্যে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে বুধবার (২৬ জুলাই) দুপুরে মতবিনিময় সভা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।