ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

চিরিরবন্দরে রাবার ড্যামে গোসল করতে নেমে প্রাণ গেল যুবকের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
চিরিরবন্দরে রাবার ড্যামে গোসল করতে নেমে প্রাণ গেল যুবকের  সাজ্জাদ হোসেন

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে রাবার ড্যামে গোসল করতে নেমে পানিতে ডুবে সাজ্জাদ হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার কাঁকড়া নদীতে নির্মিত রাবার ড্যামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন একই উপজেলার হরিহরপুর এলাকার বাসিন্দা জিয়াবুল ইসলামের ছেলে।  

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে যান সাজ্জাদ। একপর্যায়ে পানিতে তলিয়ে যান তিনি। এসময় তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় সাজ্জাদকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই সাজ্জাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।