ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় নেসকোর ছেড়া লাইনে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
তেঁতুলিয়ায় নেসকোর ছেড়া লাইনে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) ছিড়ে পড়ে থাকা বৈদ্যুতিক লাইনে বিদ্যুতায়িত হয়ে জামাল উদ্দীন আহম্মেদ (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুলাই) বিকেলে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

দেবনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সলেমান আলী বাংলানিউজকে বলেন, বিকেলে বাড়ির ২০ গজ দূরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় আগে থেকে নেসকোর ৪৪০ ভোল্টের একটি বৈদ্যুতিক লাইন ছিড়ে রাস্তায় পড়ে ছিল। সেটির পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান তিনি। দ্রুত স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে সন্ধ্যায় জামাল উদ্দীনের মৃত্যু হয়।

একই সঙ্গে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি দাফনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।