ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ১৩ মামলার আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
কিশোরগঞ্জে ১৩ মামলার আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে পাঁচ মামলার সাজাপ্রাপ্তসহ ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সৈয়দ আলী আনসারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ জুলাই) কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া সৈয়দ আলী কিশোরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শোলাকিয়া সাহেব বাড়ি এলাকার মৃত সৈয়দ আলী বাকারের ছেলে।

কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পাঁচ মামলার সাজাপ্রাপ্তসহ ১৩টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সৈয়দ আলী। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গতকাল রাত ১০টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের হয়বতনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই, নিরস্ত্র) মো. হাসমত আলীর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের যৌথ একটি দল তাকে আটক করে। গ্রেপ্তার এড়াতে সৈয়দ আলী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।