ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

৫ মামলার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
৫ মামলার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া: আইয়ুব নূর (৫০) নামে মাদক ও অস্ত্রসহ পাঁচ মামলার এক আসামিকে ছিনিয়ে নিতে দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর হামলা চালায় স্বজনেরা। আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ।

এসময় গুলিবিদ্ধ হন সেই আসামি। একদিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতালে মারা গেলেন ওই আসামি।  

আসামির স্বজনদের সঙ্গে পুলিশের সংঘর্ষের এ ঘটনা ঘটে বুধবার (১৯ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে।  

পরদিন বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে মাদককারবারি আইয়ুব নূরের।  

উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামের মস্তু ভূইয়ার ছেলে আইয়ুব।  

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মো: বিল্লাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, আরিফ ভূইয়া মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে মাদক অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে থানায় নিয়ে আসার সময় আইয়ুবের পরিবারসহ তার আত্মীয়স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। এ সময় পুলিশ আত্মরক্ষায় গুলি ছুড়লে আইয়ুব গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এছাড়াও এ ঘটনায় ১০ পুলিশ সদস্যসহ ১৩ জন আহত হয়েছেন। ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জুলাই ২০,  ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।