ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাঙলা কলেজে সংঘর্ষের ঘটনায় দুই মামলা, গ্রেপ্তার ১৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
বাঙলা কলেজে সংঘর্ষের ঘটনায় দুই মামলা, গ্রেপ্তার ১৮ ছবি: সংগৃহীত

ঢাকা: গাবতলি থেকে বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে সরকারি বাঙলা কলেজের এক শিক্ষার্থীর মটরসাইকেলে অগ্নিসংযোগ এবং দলবদ্ধভাবে হামলার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

এ দুই মামলা এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মো. রুবেল হোসেন (২৯) বাদী হয়ে দারুস সালাম থানায় মামলাটি করেন।

এতে ১২০ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা আরো ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় মঙ্গলবার (১৮ জুলাই) পদযাত্রা চলাকালে বাঙলা কলেজের সামনে মোটরসাইকেল পোড়ানো ও লাঠিসোঁটা হাতে কলেজ শিক্ষার্থীদের হত্যার উদ্দেশে হামলা চালিয়ে আহত করার অভিযোগ আনা হয়েছে।

এদিকে, সরকারি বাঙলা কলেজে গেট ভেঙে ক্যাম্পাসে অবৈধভাবে অনুপ্রবেশ করে বিভিন্ন ভবনের জানালার কাচ ভাঙা ও অন্যান্য সরকারি সম্পদের ক্ষতিসাধন করার অভিযোগে দারুস সালাম থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।  

বাঙলা কলেজ কর্তৃপক্ষের হয়ে মো. মহিদুর রহমান নামের একজন স্টাফ এ মামলা করেন।

এ মামলায় ১০৭ জনের নাম উল্লেখ করে এবং ৪০০-৫০০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির সংশ্লিষ্টতা উল্লেখ করে আসামি করা হয়েছে।

ডিএমপির মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, পৃথক দুটি মামলার মধ্যে একটিতে ৮ জন ও অপরটিতে ১০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
পিএম/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।