ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ট্রাকচাপায় বাইক আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
রাজবাড়ীতে ট্রাকচাপায় বাইক আরোহী নিহত

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলায় ড্রাম ট্রাকচাপায় বিজয় (১৭) নামে মোটরসাইকেলের আরোহী এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা উড়াকান্দা মোল্লাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজয় রাজবাড়ী পৌরসভার আটাশ কলোনি এলাকার আব্দুর রহমানের ছেলে।  

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, বিকেলে দুইটি মোটরসাইকেল নিয়ে বিজয় ও তার তিন বন্ধু ঘুরতে বের হয়। এ সময় তারা উড়াকান্দা মোল্লাপাড়ায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক বিজয়ের মোটরসাইকেলকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কিশোর বিজয়ের মৃত্যু হয়।

রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।