ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কদমতলীতে ক্রেন থেকে পড়ে রংমিস্ত্রি নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
কদমতলীতে ক্রেন থেকে পড়ে রংমিস্ত্রি নিহত প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কদমতলীর মুন্সিখোলা এলাকায় একটি কারখানায় কাজ করার সময় ক্রেন থেকে নিচে পড়ে রাকিব (১৯) নামে এক রংমিস্ত্রি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে মুন্সিখোলা ফ্যামাস স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু রং মিস্ত্রিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।

ফ্যামাস স্টিল মিলের সুপারভাইজর মো. সাগর হোসেন জানান, সকাল থেকে ১৫ জন মিস্ত্রি মিলে রংয়ের কাজ করছিলেন কারখানায়। রাকিব ক্রেনের উপরে দাঁড়িয়ে রংয়ের কাজ করার সময় হঠাৎ সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানায় অবহিত করা হয়েছে।

হাসপাতালে রাকিবের বড় ভাই মো. জুয়েল জানান, তাদের বাড়ি ভোলা জেলার মনপুরা উপজেলার হাজিরহাট গ্রামে। বাবার নাম মো. হারুন মিয়া। বর্তমানে কদমতলির রায়েরবাগ এলাকায় থাকতেন।  

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।