ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে সওজের নবনিযুক্ত প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা          

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
বঙ্গবন্ধুর সমাধিতে সওজের নবনিযুক্ত প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা 

        

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান।  

সোমবার (৩ জুলাই) দুপুরে তিনি জাতির পিতার সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

 

পরে তিনি জাতির পিতা ও ১৯৭৫ এর ১৫ আগস্ট তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
 
এসময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী রেজাউল করিম, ড. আব্দুল্লাহ আল মামুন, গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম, গোপালগঞ্জ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাশ, প্রধান প্রকৌশলীর স্টাফ অফিসার নির্বাহী প্রকৌশলী মো. হালিমুর রহমান, গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ারসহ অন্যান্য প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

পরে সওজের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান গোপালগঞ্জ সড়ক বিভাগের কার্যালয়ে একটি গাছের চারা রোপণ করেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।