ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মায় নৌকাডুবি: মিলল নিখোঁজ ৩ জনের মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
পদ্মায় নৌকাডুবি: মিলল নিখোঁজ ৩ জনের মরদেহ  প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

বুধবার (২৮ জুন) বিকেলে জেলা সদর উপজেলার হড়মা ও পদ্মা নদীর বিভিন্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের ছয়রশিয়া গ্রামের বাসিন্দা আব্দুর রহমান (৬২), একই গ্রামের নেজামউদ্দিন (৬২) ও একই উপজেলার দেবিনগর ইউনিয়নের চর দেবিনগর গ্রামের সুমন আলীর ছেলে পাখি (১৪)।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে করেছেন।

এর আগে এদিন দুপুরের দিকে আলাতুলি ইউনিয়নে পদ্মা নদীতে নৌকাডুবির এ ঘটনা ঘটে।  

জানা গেছে, এনামুল হকসহ আরও ৩-৪ জন আলাতুলি ইউনিয়নের মধ্যচর থেকে চীনা ফসল নিয়ে নৌকায় করে বাড়ি ফিরছিলেন। ছয়রশিয়া আসার পথে রাণীনগর টিকর পাড়ার বালুগ্রাম এলাকায় এলে নৌকাটি হঠাৎ করে ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার অভিযানে নেমে নদী থেকে এনামুল হক (৬০) নামে একজনের মরদেহ উদ্ধার করে। সে সময় নিখোঁজ ছিলেন বিকেলে উদ্ধার হওয়া ওই তিনজন।  

নিহত এনামুল আলাতুলি ইউনিয়নের ৬ রশিয়া গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে।

>> চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকা ডুবে কৃষকের মৃত্যু, নিখোঁজ ৩

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।