ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কমলাপুরে সকাল থেকেই ঘরমুখো মানুষের ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
কমলাপুরে সকাল থেকেই ঘরমুখো মানুষের ভিড় কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড়

ঢাকা: ঈদযাত্রার প্রথম দুই দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীর চাপ ছিল না তেমন। তবে তৃতীয় দিন সোমবার (২৬ জুন) যাত্রীর চাপ আগের চেয়ে বেড়েছে।

 

এদিন সকাল থেকেই ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে কমলাপুর স্টেশনে। তবে টিকিটবিহীন যাত্রীদের ক্ষেত্রে এবার কড়াকড়ি থাকায় কোনো যাত্রী বিনা টিকিটে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছেন না।

রেলওয়ে সূত্র জানিয়েছে, সোমবার দিনের প্রথম আন্তঃনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে গিয়েছে যথা সময়ে। পরে অন্য ট্রেনগুলোও সঠিক সময়ে স্টেশন ছেড়ে গিয়েছে।  

ধূমকেতু এক্সপ্রেসের যাত্রী সুমনা রহমান বলেন, স্টেশনে আধা ঘণ্টা আগে পৌঁছে দেখি প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে। অন্যবারের মতো ট্রেন বিলম্ব করছে না। স্বস্তিতে বাড়ি যেতে পারব ভেবেই ভালো লাগছে।

এবার ঈদযাত্রায় আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট বিক্রি হচ্ছে মোট আসনের ২৫ শতাংশ। ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর ও জয়দেবপুর স্টেশন থেকে এসব টিকিট পাওয়া যাচ্ছে। যাত্রার দিন আসনবিহীন টিকিট স্টেশনের কাউন্টার থেকে কেনা যায়।  

আজ কমিউটার ও আন্তঃনগর ট্রেন মিলে ৫০ হাজারের বেশি মানুষ ঢাকা ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এনবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।