ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

২ বছরের সাজা থেকে বাঁচতে ১৩ বছর ধরে পলাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
২ বছরের সাজা থেকে বাঁচতে ১৩ বছর ধরে পলাতক

চাঁপাইনবাবগঞ্জ: ১৩ বছর পলাতক থাকার পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ এক অভিযানে গ্রেপ্তার হয়েছেন ফরিদ নামে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

আসামি ফরিদ আলী ওরফে ফরিদ (৫৮) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্ণপুরের শিষ মোহাম্মদের ছেলে।

 

সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী পিপিএম জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে শনিবার (২৪ জুন) গভীর রাতে রামকৃষ্ণপুর থেকে ফরিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।  

তিনি আরও জানান, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় (নং-৫২) গ্রেপ্তার হওয়া ফরিদের ২ বছরের সাজা হয়। ২০১২ সালের মে হতে ১৩ বছর পলাতক ছিল সে।

ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সদর থানার ২ জন এসআই ও ২ জন এএসআইয়ের সমন্বয়ে পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ওই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরদিন রোববার আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।