ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে শিশু নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, জুন ২২, ২০২৩
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে শিশু নিহত  প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে এক শিশু নিহত হয়েছে।

বুধবার (২১ জুন) বিকেলে ঢাকা-সিলেট রেললাইনে এ ঘটনা ঘটে।

 

নিহত শিশু হুমাইসা আক্তার ময়না (৩) তুমুলিয়া এলাকার ছাফির উদ্দিন শেখের মেয়ে।  

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রকিবুল ইসলাম ভূঁইয়া জানান, কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া এলাকায় ঢাকা-সিলেট রেল লাইনের পাশেই হুমাইসাদের বাড়ি। বিকেলে বাড়ি থেকে বের হয়ে হঠাৎ করে হুমাইসা ওই রেললাইনে উঠে পড়ে। তখনি সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। এ সময় ওই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই হুমাইসা আক্তার মারা যায়। পরে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়।  

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, জুন ২২, ২০২৩।
আরএস/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।