ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

নাদিম হত্যা: খুনিদের বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জুন ২০, ২০২৩
নাদিম হত্যা: খুনিদের বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ: বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমকে নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) সকালে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে কিশোরগঞ্জ সমকাল সুহৃদ সমাবেশ।

মানববন্ধনে সমকাল সুহৃদ সমাবেশ সংগঠনের নেতারাসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি প্রাক্তন শিক্ষক আতিয়া হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, সমকাল জেলা প্রতিনিধি মোস্তফা কামাল, ৭১ টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু তাহের, বাংলানিউজের কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট নজরুল ইসলাম খায়রুল, সুহৃদ সমাবেশের সহ-সভাপতি সালমা হক, সাধারণ সম্পাদক শাহীন সুলতানা ইতি, সুহৃদ সমাবেশের সহ-সম্পাদক অনির্বাণ দত্ত দীপ, প্রচার সম্পাদক খায়রুল ইসলাম ফকির প্রমুখ।

মানববন্ধন থেকে বক্তারা সাংবাদিক নাদিমের হত্যাকারী প্রধান আসামি ইউপি মাহমুদুল আলম বাবুসহ ১৩ জনকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে সাংবাদিক নাদিম হত্যায় জড়িত সব আসামির সর্বোচ্চ শাস্তির ফাঁসি দাবি জানিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।