ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর: বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।

শুক্রবার  (১৬ জুন) পিরোজপুর জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা শহরের টাউনক্লাব সড়কে জেলা জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন করেন।

এতে স্থানীয় সাংবাদিকরা নাদিমের হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।  

এছাড়াও সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে বলেন, অবিলম্বে সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক হত্যার সঠিক তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।  

এ সময় বক্তব্য রাখেন গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ও জেলা জার্নালিস্ট ক্লাবের সভাপতি জুবায়ের আল মামুন, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি অমিত হাওলাদার, এখন টেলিভিশনের রিপোর্টার ইমন চৌধুরী, মানবধিকার কর্মী মো. নূরুল্লাহ আল আমিনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।