ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ

নড়াইল: জামালপুর বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় বাংলানিউজটুয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।  

শুক্রবার (১৬ জুন) দুপুর ১২টায় নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইলের সাংবাদিক সমাজ এ বিক্ষোভ ও মানববন্ধন করে।

নাদিম হত্যার বিচার চেয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক মলয় কান্তি নন্দি, কার্তিক দাস, প্রেসক্লাব সভাপতি এনামুল কবীর টুকু, সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, সাংবাদিক অ্যাডভোকেট আলমগীর সিদ্দীকী ও বাংলানিউজটুয়েন্টিফোর নড়াইল জেলা প্রতিনিধি এম এম ওমর ফারুক।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলার প্রায় অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হত্যার বিচার ও তদন্ত না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।