ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ৬টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জুন ১০, ২০২৩
ফরিদপুরে ৬টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ২

ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে ৬টি স্বর্ণের বারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ জুন) তাদের নিয়মিত মামলা দিয়ে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

 

মধুখালী খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৯ জুন) বিকেলে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শংকর কুমার মালো (৩৯) ও জামিলা পারভীন (২৫)।  

ওসি শহিদুল ইসলাম বলেন, আটকদের কাছ থেকে উদ্ধার করা স্বর্ণের ওজন এক কেজি ৩৫৮ গ্রাম। যার আনুমানিক মূল্য এক কোটি চার লাখ ৮৫ হাজার ৮৫০ টাকা।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জুন ১০, ২০২৩
এনএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।