ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ডাকাতদলের প্রধান মুসা আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মে ২৬, ২০২৩
কেরানীগঞ্জে ডাকাতদলের প্রধান মুসা আটক

ঢাকা: রাজধানীর রাজারবাগ এলাকায় সংঘঠিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান আসামি মো. মুসাকে (২৮) আটক করেছে র‌্যাব-১০।

শুক্রবার (২৬ মে) দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

 

তিনি জানান, বৃহস্পতিবার (২৫ মে) রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।  

তিনি আরও জানান, আটক মুসা রাজধানীর রাজারবাগ এলাকায় সংঘঠিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান আসামি। তিনি পটুয়াখালীর সদর থানার টেংরাখালী এলাকার গনি হাওলাদারের ছেলে।  

মোহাম্মদ ফরিদ উদ্দিন উল্লেক করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, আটক আসামি একটি সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার। তার নেতৃত্বে এই ডাকাত দলটি রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে আসছিল। আটক আসামিকে বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মে ২৬, ২০২৩
এসজেএ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।