ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা একরামুল হকের ইন্তেকাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, মে ২৫, ২০২৩
সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা একরামুল হকের ইন্তেকাল বীর মুক্তিযোদ্ধা একরামুল হক

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরামুল হক (৬৫) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার (২৪ মে) দিনগত রাত ১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।  

তিনি সৈয়দপুরসহ বিভিন্ন স্থানের সভা ও অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হয়ে প্রতিনিধিত্ব করতেন।  

মরদেহ দাফনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে পরিবার থেকে জানানো হয়েছে। তাঁর গ্রামের বাড়ি উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের নেজামের চৌপথী এলাকায়।  

বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, মে ২৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।