ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রুমা সীমান্তে মাইন বিস্ফোরণে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, মে ২৩, ২০২৩
রুমা সীমান্তে মাইন বিস্ফোরণে শ্রমিক নিহত

বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী পাহাড়ে মাইন বিস্ফোরণে মো. রাশেদ (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন দুলাল (৩৫) নামে আরও এক শ্রমিক।

 

তাদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চনুয়া গ্রামের মদিনা পাড়ার ৪ নম্বর ওয়ার্ডে।

মঙ্গরবার (২৩ মে) সকাল ১০টার দিকে রুমা উপজেলার ৩ নম্বর রেমাক্রি-প্রাংসা ইউনিডপনা ৫ নম্বর ওয়ার্ডের চাইক্ষ্যাং পাড়ার পাশের পাহাড়ে (বংকু পাড়া-ধোপানিছড়া সীমান্ত লিংক সড়ক) এ বিস্ফোরণ ঘটে।  

পুলিশ জানায়, সকালে পাহাড়ে পরিচ্ছন্নতার কাজ করছিলেন দুই শ্রমিক। এসময় মাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন নিহত হন। এতে গুরুতর আহত হন অপরজন। আহত শ্রমিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা উদ্ধার করে দুপুর ১২টায় পাশের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। আর মরদেহ থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, রুমা ও থানচির দুর্গম সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে একজন শ্রমিক নিহত ও এক শ্রমিক আহত হয়েছেন।  

এর আগে বুধবার (১৭ মে) দুপুরে রুমা উপজেলার রেমাক্রি-প্রাংসা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সৌলপিপাড়ার কাছাকাছি তামলং বম পাড়ায় এক ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে জুয়েল ত্রিপুরা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হন এবং গুরুতর আহত হন আব্রাহাম ত্রিপুরা (৩১) নামে এক শ্রমিক।  

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।