ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৬০০ কেজি ভারতীয় চিনিসহ গ্রেপ্তার চোরাকারবারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মে ১৯, ২০২৩
৬০০ কেজি ভারতীয় চিনিসহ গ্রেপ্তার চোরাকারবারি

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে চোরাইপথে আসা ৬০০ কেজি চিনিসহ ওসমান গণি নামে একজন চোরাকাবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (১৯ মে) দুপুরে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল জাজতে প্রেরণ করা হয়।

 

পানছড়ি উপজেলার হাছান নগর এলাকার বাসিন্দা তিনি।  

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের স্বনির্ভর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় অবৈধ চিনি আনা ও বহন করার দায়ে ওসমান গনিকে আটক করে পুলিশ। পরে তাকে সদর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে চোরচালানের সঙ্গে জড়িত থাকা কথা স্বীকার করেন।  

এ ঘটনায় রাতেই সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হলে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরের পর আদালতে পাঠানো হয় ওসমান গনিকে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলায় আটক ওসমান গনিসহ আরোও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের পলাতক দেখানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এডি/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।