ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বড় বোনের ইন্তেকাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, মে ১৮, ২০২৩
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বড় বোনের ইন্তেকাল

ঢাকা: বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বড় বোন এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক পরিচালক মরহুম ফজলুর রহমানের স্ত্রী আক্তারি রহমান আর নেই।  

বুধবার (১৭ মে) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  

আক্তারি রহমান বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই ছেলে (ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ও রেজাউর রহমান), দুই ভাই, এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

বৃহস্পতিবার (১৮ মে) বাদ জোহর বসুন্ধরা ইসলামী রিসার্চ সেন্টার মসজিদে মরহুমা আক্তারি রহমানের জানাজা অনুষ্ঠিত হবে। পরে বসুন্ধরা গ্রুপের পারিবারিক কবরস্থানে (এন ব্লক) দাফন করা হবে তাঁকে।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।